দামুড়হুদায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সমন্বয় সভা
- আপলোড টাইম : ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
দামুড়হুদায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ এর উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের যৌথ আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ. তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাজিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর উল্লাহ, সহকারী নির্বাচন কর্মকর্তা ইমরান খান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম এবং এলাকার ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন কেউ যেন বাদ না যায় এবং সঠিক তথ্য লিপিবদ্ধ করা হয় তা নিশ্চিত করতে হবে।’