চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় ২০২৫ সালের বাজেট অধিবেশন অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:৪৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় ২০২৫ সালের বাজেট অধিবেশন অনুষ্ঠিতসমীকরণ প্রতিবেদক:চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের সম্ভাব্য অয়-ব্যয় অনুমোদিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী।সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নির্বাহী কমিটির সদস্য ইকরামুল হক। সভায় সিনিয়র আইনজীবী আলহাজ্ব মোসলেম উদ্দিন, আব্দুল খালেক (জিপি), মারুফ সরোয়ার বাবু (পিপি), সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল (স্পেশাল পিপি), সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও আসম আব্দুর রউফ, সিনিয়র আইনজীবী আকরাম হোসেন, আলহাজ্ব আব্দুস সামাদ, সোহরাব হোসেন, শহিদুল হক (২), মইন উদ্দিন মইনুল ও বদিউজ্জামান অংশগ্রহণ করেন।সাধারণ্রেসভায় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মানজার আলী জোয়ার্দ্দার হেলাল ও আব্দুল্লাহ আল মামুন এরশাদ, কোষাধ্যক্ষ এসএনএ হাশেমী, যুগ্ম-সম্পাদক এসএম হুমায়ুন কবীর ও মসিউর রহমান পারভেজ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, ‘সাধারণ সভার আলোচনাক্রমে ওকালতনামা ৫১০ টাকার স্থলে মূল্যবৃদ্ধি করে ৬০০ টাকা এবং হাজিরা-ফিরিস্তিসহ অন্যান্য ফরমের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মূল্যবৃদ্ধি কার্যকর হবে আগামী ২০ জানুয়ারি থেকে। বিধি অনুয়ায়ী নবীন আইনজীবীরা কোর্টে আসতে পারবেন। বারের আয় বৃদ্ধির বিষয়ে সকল আইনজীবীর সহযোগিতা কামনা করছি।’