চুয়াডাঙ্গায় ফসলি জমির মাটি বিক্রি বন্ধে সদর ইউএনও’র অভিযান
এস্কেভেটর ও মাটিভর্তি চারটি ট্রাক্টর জব্দ- আপলোড টাইম : ০৯:৩৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমীর জীবনা মাঠে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়ে চারটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত জীবনা মাঠে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ।
এদিকে, অভিযানের খবর পেয়ে মাটি উত্তোলনকারী শ্রমিক, জমির মালিক এবং ট্রাক্টর চালকেরা পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে জব্দকৃত চারটি মাটিভর্তি ট্রাক্টর এবং একটি এক্সেভেটর চুয়াডাঙ্গা পৌরসভার চালকদের সহায়তায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে রাখা হয়েছে।
এ বিষয়ে সদর ইউএনও এম. সাইফুল্লাহ বলেন, ‘ফসলি জমি থেকে মাটি উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা ট্রাক্টর ও এক্সেভেটরের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আশিস মমতাজ এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অপর দিকে, বিকেল পাঁচটার দিকে বদরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দুটি মুদির দোকানে মূল্য তালিকা না থাকাই জরিমানা আদায় করা হয়েছে। বদরগঞ্জ বাজারে মামুনুর রশিদের দোকানে ১ হাজার টাকা ও খোরশেদ আলমের দোকানে ১ হাজার টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা মার্কেটং অফিসার শহিদুল ইসলাম।