ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় কেরুজ বাংলা মদ বোতলজাত বন্ধে নতুন নির্দেশনা

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ৫০ বার পড়া হয়েছে

দর্শনার কেরুজ চিনিকলে বাংলা মদ বোতলজাতকরণ বন্ধে আবারও নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব। গত ১৫ জানুয়ারি এই নির্দেশনা জারি করে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে নবাগত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বাংলা মদ বোতলজাত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরপর দ্বিতীয়বারের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলা মদ বোতলজাতকরণ বন্ধের নির্দেশ দিয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, বাংলাদেশ গেজেট-২০২২ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বোতলজাত কার্যক্রম করা যাবে না। গত ১১ ডিসেম্বর ২০২৪, পলিথিন প্লাস্টিক বোতল বর্জন পরিষদের আবেদনের ভিত্তিতে জানানো হয়, পণ্যের স্বাস্থ্যগত এবং পরিবেশগত দিক পরীক্ষা-নিরীক্ষা না করে বোতলজাত কার্যক্রম পরিচালনা করা বেআইনি। এছাড়া, রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা না করেই বোতলজাত করা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। নির্দেশনায় আরও বলা হয়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া বোতলজাত কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় কেরুজ বাংলা মদ বোতলজাত বন্ধে নতুন নির্দেশনা

আপলোড টাইম : ০৯:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

দর্শনার কেরুজ চিনিকলে বাংলা মদ বোতলজাতকরণ বন্ধে আবারও নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব। গত ১৫ জানুয়ারি এই নির্দেশনা জারি করে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে নবাগত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বাংলা মদ বোতলজাত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরপর দ্বিতীয়বারের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলা মদ বোতলজাতকরণ বন্ধের নির্দেশ দিয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, বাংলাদেশ গেজেট-২০২২ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বোতলজাত কার্যক্রম করা যাবে না। গত ১১ ডিসেম্বর ২০২৪, পলিথিন প্লাস্টিক বোতল বর্জন পরিষদের আবেদনের ভিত্তিতে জানানো হয়, পণ্যের স্বাস্থ্যগত এবং পরিবেশগত দিক পরীক্ষা-নিরীক্ষা না করে বোতলজাত কার্যক্রম পরিচালনা করা বেআইনি। এছাড়া, রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা না করেই বোতলজাত করা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। নির্দেশনায় আরও বলা হয়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া বোতলজাত কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।