ইপেপার । আজ শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তারুণ্যের আকাঙ্ক্ষার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তারুণ্যের আকাঙ্ক্ষার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষ্যমীরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক।

সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মো. আব্দুর রশীদ, অর্থনীতি বিভাগের প্রভাষক রূমানা পারভীন ও বৈষ্যমীরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার সদস্যসচিব মো. সাফফাতুল ইসলাম। কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জুলাই কন্যা আনজুমান হাবিবা, সিরাজুম মনিরা, হাসনা জাহান খুশবু, মুখ্য সংগঠক সজীব, মুখপাত্র তামান্না, অনিমা, যুগ্ম সদস্যসচিব প্লাবন, সদস্য ফাইম, কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং গীতা থেকে পাঠ করা হয়। এরপরে জুলাই কন্যাদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীগণ তাঁদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আসলাম হোসেন অর্ক বলেন, ‘আমাদেরকে বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সদা সতর্ক এবং নিরন্তর পরিশ্রম করে যেতে হবে। এ বাংলাদেশ হবে তারুণ্যের, এ বাংলাদেশ হবে সকলের।’

সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান বলেন, ‘এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার। আমরা সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারুণ্যের শক্তিকে কাজে লাগাবো। এ জন্য তরুণ সমাজকে নতুন করে ভাবতে হবে এবং দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। কারণ তাদের হাত ধরে এসেছে বাংলাদেশের নতুন সূর্যোদয়।’

সভায় বক্তাগণ বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা, শহিদ-পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জুলাই ঘটনাপ্রবাহে আহত সবার সুচিকিৎসা, পুনর্বাসন এবং নতুনভাবে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন দেশগড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তারুণ্যের আকাঙ্ক্ষার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

আপলোড টাইম : ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তারুণ্যের আকাঙ্ক্ষার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষ্যমীরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক।

সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মো. আব্দুর রশীদ, অর্থনীতি বিভাগের প্রভাষক রূমানা পারভীন ও বৈষ্যমীরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার সদস্যসচিব মো. সাফফাতুল ইসলাম। কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জুলাই কন্যা আনজুমান হাবিবা, সিরাজুম মনিরা, হাসনা জাহান খুশবু, মুখ্য সংগঠক সজীব, মুখপাত্র তামান্না, অনিমা, যুগ্ম সদস্যসচিব প্লাবন, সদস্য ফাইম, কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং গীতা থেকে পাঠ করা হয়। এরপরে জুলাই কন্যাদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীগণ তাঁদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আসলাম হোসেন অর্ক বলেন, ‘আমাদেরকে বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সদা সতর্ক এবং নিরন্তর পরিশ্রম করে যেতে হবে। এ বাংলাদেশ হবে তারুণ্যের, এ বাংলাদেশ হবে সকলের।’

সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান বলেন, ‘এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার। আমরা সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারুণ্যের শক্তিকে কাজে লাগাবো। এ জন্য তরুণ সমাজকে নতুন করে ভাবতে হবে এবং দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। কারণ তাদের হাত ধরে এসেছে বাংলাদেশের নতুন সূর্যোদয়।’

সভায় বক্তাগণ বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা, শহিদ-পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জুলাই ঘটনাপ্রবাহে আহত সবার সুচিকিৎসা, পুনর্বাসন এবং নতুনভাবে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন দেশগড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।