ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় কেরুজ শ্রমিক নেতা নফরের সংগঠনে দোয়া ও আলোচনা

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে


দর্শনায় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে কেরুজ শ্রমিক নেতা জয়নাল আবেদীন নফরের সংগঠনে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর কেরুজ ক্যাম্পাস চত্বরে জয়নাল আবেদীন নফর সংগঠনের কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়।

দোয়া-মিলাদ মাহফিলে সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের কর্ণধার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয়নাল আবেদীন নফর। বক্তব্যে তিনি বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী ভারি চিনিশিল্প কারখানা কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড। এ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন আসন্ন। এ নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ জন্য আপনাদের একটি করে মূল্যবান ভোট প্রয়োজন। আপনারা চাইলে আমাকে নির্বাচিত করে ইউনিয়নের দায়িত্বে বসাতে পারেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে আপনাদের কল্যাণে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা এখানে আছি, তারা সবাই কেরুজ চিনিকলের অংশ। এ শিল্পের ওপর নির্ভর করে অনেকের রুটি-রুজি। তাই চিনিশিল্প টিকিয়ে রাখতে হলে আখ চাষ বাড়াতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী প্রতিনিধি রিংকু মিয়া, শান্তি মিয়া, শামীম হোসেন, সাগর আলী ও সোহান আলী। উপস্থাপনা করেন আনোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুজ্জোহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কেরুজ জামে মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় কেরুজ শ্রমিক নেতা নফরের সংগঠনে দোয়া ও আলোচনা

আপলোড টাইম : ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫


দর্শনায় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে কেরুজ শ্রমিক নেতা জয়নাল আবেদীন নফরের সংগঠনে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর কেরুজ ক্যাম্পাস চত্বরে জয়নাল আবেদীন নফর সংগঠনের কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়।

দোয়া-মিলাদ মাহফিলে সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের কর্ণধার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয়নাল আবেদীন নফর। বক্তব্যে তিনি বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী ভারি চিনিশিল্প কারখানা কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড। এ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন আসন্ন। এ নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ জন্য আপনাদের একটি করে মূল্যবান ভোট প্রয়োজন। আপনারা চাইলে আমাকে নির্বাচিত করে ইউনিয়নের দায়িত্বে বসাতে পারেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে আপনাদের কল্যাণে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা এখানে আছি, তারা সবাই কেরুজ চিনিকলের অংশ। এ শিল্পের ওপর নির্ভর করে অনেকের রুটি-রুজি। তাই চিনিশিল্প টিকিয়ে রাখতে হলে আখ চাষ বাড়াতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী প্রতিনিধি রিংকু মিয়া, শান্তি মিয়া, শামীম হোসেন, সাগর আলী ও সোহান আলী। উপস্থাপনা করেন আনোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুজ্জোহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কেরুজ জামে মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দীন।