চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৯:২৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা শুরু হয়। বালিকা বিভাগে আলমডাঙ্গা উপজেলার বিদ্যালয় ২-০ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দামুড়হুদার মজারকথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে আলমডাঙ্গা উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়।
উভয় বিভাগের জমজমাট ফাইনাল খেলা শেষে দুপুর সাড়ে ১২টায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), কমলাপুর পিটিআই’র সুপারিনটেনডেন্ট মফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু জাফর, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাকির হোসেন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব সাফ্ফাতুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক কৃতী অ্যাথলেট মিজানুর রহমান, আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জার্সি ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী সোহেল আহমেদ মালিক সুজন। আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ।
ফাইনাল ম্যাচ দুটি পরিচালনা করেন হাফিজুর রহমান, লিটা হোসেন এবং রিয়ান। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, চুয়াডাঙ্গা ডিএফএ’র সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক কৃতী ফুটবলার বিপুল হাসান হ্যাজি, সাবেক ফুটবলার নাজমুল হক শান্তি এবং বাবু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন আহম্মেদ। খেলার ধারাবিবরণী প্রদান করেন সাংবাদিক ইসলাম রকিব ও গোলাম মোস্তফা।