ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে বাঙালির জীবন ও সংস্কৃতির অংশ পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

পিঠার নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া যাবে না। পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। যদিও শহুরে সংস্কৃতিতে পিঠার অবস্থান খুব নগন্য। আর এখন তো বার্গার, পিৎজার জোয়ারে হারিয়ে গেছে পিঠা। কিন্তু তারপরও শীত এলেই পিঠার স্মৃতি মনের ভেতরে নাড়া দিয়ে যায় না এমন বাঙালি পাওয়া যাবে না। বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। পিঠা উৎসবের আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। হরেক রকমের পিঠায় অতিথিদের আপ্যায়ন করা হয়। শহরের ইট কাঠের খাঁচায় পিঠার সঙ্গে মানুষের দূরত্ব ঘোচাতে পিঠা উৎসবের আয়োজনকে স্বাগত জানিয়ে হরেক রকমের পিঠার স্বাদ গ্রহণ করেছেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

‘নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার গানে’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায় ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনে অবস্থিত ড. এআর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব চলে বিকেল পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পিঠা উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে বাঙালির জীবন ও সংস্কৃতির অংশ পিঠা উৎসব

আপলোড টাইম : ০৯:২৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পিঠার নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া যাবে না। পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। যদিও শহুরে সংস্কৃতিতে পিঠার অবস্থান খুব নগন্য। আর এখন তো বার্গার, পিৎজার জোয়ারে হারিয়ে গেছে পিঠা। কিন্তু তারপরও শীত এলেই পিঠার স্মৃতি মনের ভেতরে নাড়া দিয়ে যায় না এমন বাঙালি পাওয়া যাবে না। বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। পিঠা উৎসবের আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। হরেক রকমের পিঠায় অতিথিদের আপ্যায়ন করা হয়। শহরের ইট কাঠের খাঁচায় পিঠার সঙ্গে মানুষের দূরত্ব ঘোচাতে পিঠা উৎসবের আয়োজনকে স্বাগত জানিয়ে হরেক রকমের পিঠার স্বাদ গ্রহণ করেছেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

‘নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার গানে’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায় ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনে অবস্থিত ড. এআর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব চলে বিকেল পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ড. এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পিঠা উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন।