ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আজ দিনব্যাপী অংশগ্রহণ করবেন বিভিন্ন কর্মসূচিতে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো কর্মী সম্মেলনে অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সফরকে ঘিরে চুয়াডাঙ্গা জেলাজুড়ে কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় দশমাইল হয়ে ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় প্রবেশ করেন। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন জানান, রাত ৯টায় ডা. শফিকুর রহমান একটি সংক্ষিপ্ত সাক্ষাতে অংশ নেন। এরপর বিশেষ ব্যক্তিদের সঙ্গে কিছু সময় মতবিনিময়ের পর রাতে বিশ্রামে যান তিনি।

এদিকে, আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা জামায়াতের আয়োজিত কালচারাল প্রোগ্রামেও তিনি অংশ নেবেন।

চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন জানান, সম্মেলনস্থলেই জুমার নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো পরিবর্তন না হলে জুমার নামাজে ডা. শফিকুর রহমান ইমামতি করবেন। নামাজের পর তিনি কর্মী সম্মেলনের মূল আয়োজনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তিনি আরও জানান, ২০০০ সালে অধ্যাপক গোলাম আজম চুয়াডাঙ্গার সর্বশেষ সম্মেলনে এসেছিলেন। এরপর মাওলানা মতিউর রহমান নিজামী সংক্ষিপ্ত সফরে এসেছিলেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারি প্রোগামে পূর্বে চুয়াডাঙ্গায় এলেও আজ প্রথমবারের মতো কর্মী সম্মেলনে অংশ নেবেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমানসহ ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আজ দিনব্যাপী অংশগ্রহণ করবেন বিভিন্ন কর্মসূচিতে

আপলোড টাইম : ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো কর্মী সম্মেলনে অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সফরকে ঘিরে চুয়াডাঙ্গা জেলাজুড়ে কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় দশমাইল হয়ে ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় প্রবেশ করেন। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন জানান, রাত ৯টায় ডা. শফিকুর রহমান একটি সংক্ষিপ্ত সাক্ষাতে অংশ নেন। এরপর বিশেষ ব্যক্তিদের সঙ্গে কিছু সময় মতবিনিময়ের পর রাতে বিশ্রামে যান তিনি।

এদিকে, আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা জামায়াতের আয়োজিত কালচারাল প্রোগ্রামেও তিনি অংশ নেবেন।

চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন জানান, সম্মেলনস্থলেই জুমার নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো পরিবর্তন না হলে জুমার নামাজে ডা. শফিকুর রহমান ইমামতি করবেন। নামাজের পর তিনি কর্মী সম্মেলনের মূল আয়োজনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তিনি আরও জানান, ২০০০ সালে অধ্যাপক গোলাম আজম চুয়াডাঙ্গার সর্বশেষ সম্মেলনে এসেছিলেন। এরপর মাওলানা মতিউর রহমান নিজামী সংক্ষিপ্ত সফরে এসেছিলেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারি প্রোগামে পূর্বে চুয়াডাঙ্গায় এলেও আজ প্রথমবারের মতো কর্মী সম্মেলনে অংশ নেবেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমানসহ ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।