আলমডাঙ্গায় ভূমি সেবা সংক্রান্ত সেমিনার ও কুইজ
- আপলোড টাইম : ১১:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় ভূমিসেবা সংক্রান্ত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরের এরশাদ মঞ্চে আলমডাঙ্গা উপজেলা ভূমি দপ্তরের আয়োজনে এই ভূমি সেবা সংক্রান্ত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
তিনি বলেন, ‘আমরা উপজেলা ভূমি অফিস থেকে আপনাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। যারা ভূমির প্রকৃত মালিক, তাদের নামে জমির নামজারি করে দেওয়া হয়। জমির খাজনা অনলাইনে পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। যে কারণে আপনাকে অফিসে এসে খাজনা দিতে হয় না। জমির মিউটেশন সহজভাবে করে দেওয়া হয়। ইউনিয়ন পরিশোধের তথ্য সেবাদানকারীর কাছে গেলে সেও আপনাকে ভূমি সেবা দেবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসার এস এম মাহবুব, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল ইসলাম, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম প্রমুখ। কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।