আলমডাঙ্গার জাহাপুরে একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহের স্মরণে দুই দিনব্যাপী সাধুসঙ্গের উদ্বোধন
- আপলোড টাইম : ১১:০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহের ৩৫তম তিরোধান দিবস উপলক্ষে দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের নিজ আখড়ায় এই সাধুসঙ্গ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে খোদাবক্স শাহের সন্তান সাধক আব্দুল লতিফ শাহের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশ ও জাতি গঠনে আজ সাধু দর্শন বড় প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ত্যাগের মহিমায় মহিমান্বিত এই সাধু দর্শন মানব সেবার মধ্যদিয়ে ছড়িয়ে পড়ুক মানবের মাঝে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষের মাঝে বিলীন করে দিতে হবে। লালনত্তোর সাধকের মধ্যে খোদাবক্স শাহ ছিলেন একদিকে গীতিকার ও অন্যদিকে সংগীত শিক্ষক। শুধুমাত্র তার সম্মানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগীত প্রভাষক পদ সৃষ্টি করে তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করা হয়।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু বলেন, ‘আমি খোদাবক্স শাহের নাম অনেক শুনেছি। উনি বাংলা একাডেমি ও লালন একাডেমির শিক্ষক ছিলেন। অসংখ্য গান রচনা করেছেন। বিশেষ করে ভাব সংগীত, শ্যামা সংগীত, ইসলামী সংগীতসহ প্রদত্ত সংগীত রচনা করে অমর হয়ে আছেন। চুয়াডাঙ্গা জেলার গর্ব বললে ভুল হবে, উনি বাংলাদেশের গর্ব। সরকার উনাকে একুশে পদকে ভূষিত করেছেন। বাংলা একাডেমির ফেলোশিপ প্রাপ্ত লেখক গীত রচয়িতা ছিলেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশীদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বশিরুল আলম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস ও আব্দুল লতিফ শাহের জামাতা। বাংলা একাডেমির সহকারী পরিচালক সাইমুম জাকারিয়ার উপস্থাপনা ও পরিচালনায় সংগীত পরিবেশন করেন লতিফ তনয়া সৃজনী তানিয়া, পাগলা বাবলু, গঞ্জের আলী, শাসমির বাউল, অন্তর সরকার, বজলুর রহমান, আব্দুর রাজ্জাক বাউল, আক্তার বাউল প্রমুখ।