আলমডাঙ্গায় জিকে ক্যানেলের গাছ কেএমবি ইটভাটায়
ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ১১:০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় জিকে ক্যানেলের গাছ কেএমবি ইটভাটায় পোড়ানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জমিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার যমুনার মাঠ সংলগ্ন জিকে ক্যানেলের গাছ অবৈধভাবে কেটে কেএমবি ইটভাটায় বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলামের নির্দেশনায় ঘটনাস্থলে যান আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। তিনি অভিযোগের প্রমাণ পেয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৬ ধারায় ইটভাটার ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
সরকারি গাছ কাটার সাথে যুক্ত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে হুঁশিয়ারি করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু। এছাড়া তিনি বলেন, কয়েকদিন থেকে আলমডাঙ্গা সাতকপাট থেকে জামজামি পর্যন্ত জিকে ক্যানেলের গাছ অবৈধভাবে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ আসছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।