ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্য মেলা

প্রতিবেদক, বারাদী:
  • আপলোড টাইম : ১১:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের আঙিনায় মেলা উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা পাঁচটি স্টলে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসে। সেখানে বাঙালির পছন্দের বিভিন্ন রকমের পিঠার মধ্যে জামাই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, পিঠা রঙ্গিলা, বরফি ডিম, বউ সুন্দরী, কদম ফুলি, পাকান পিঠা, বকুল পিঠা, হৃদয় হরন, বিস্কুট পিঠা উল্লেখযোগ্য ছিল।

পিঠা মেলায় দশম শ্রেণির স্টলে সর্বোচ্চ ৪৮ আইটেমের পিঠা প্রদর্শিত হওয়ায় তারা প্রথম স্থান অধিকার করে। ষষ্ঠ শ্রেণির স্টলটি দ্বিতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার হযরত আলী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এসময় ছাত্রীরা প্রধান অতিথিকে পিঠা দিয়ে আপ্যায়ন করেন। এর আগে তিনি ফিতা কেটে মিঠা উৎসবের উদ্বোধন করেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য স্মৃতিচারণ করে বলেন, ‘আমার দেশে সেই ছেলে কবে বড় হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ। শিক্ষার্থীদের সবগুলো স্টল পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।’

এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা, সহকারী প্রধান শিক্ষক তারিক মুছা, সহকারী শিক্ষক ইউনুছ আলী, তৌহিদুল ইসলাম লাড্ডু, ফারুক হোসেন, ছালমা খাতুন, নাসিমা খাতুন, সেলিনা খাতুন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্য মেলা

আপলোড টাইম : ১১:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের আঙিনায় মেলা উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা পাঁচটি স্টলে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসে। সেখানে বাঙালির পছন্দের বিভিন্ন রকমের পিঠার মধ্যে জামাই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, পিঠা রঙ্গিলা, বরফি ডিম, বউ সুন্দরী, কদম ফুলি, পাকান পিঠা, বকুল পিঠা, হৃদয় হরন, বিস্কুট পিঠা উল্লেখযোগ্য ছিল।

পিঠা মেলায় দশম শ্রেণির স্টলে সর্বোচ্চ ৪৮ আইটেমের পিঠা প্রদর্শিত হওয়ায় তারা প্রথম স্থান অধিকার করে। ষষ্ঠ শ্রেণির স্টলটি দ্বিতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার হযরত আলী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এসময় ছাত্রীরা প্রধান অতিথিকে পিঠা দিয়ে আপ্যায়ন করেন। এর আগে তিনি ফিতা কেটে মিঠা উৎসবের উদ্বোধন করেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য স্মৃতিচারণ করে বলেন, ‘আমার দেশে সেই ছেলে কবে বড় হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ। শিক্ষার্থীদের সবগুলো স্টল পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।’

এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা, সহকারী প্রধান শিক্ষক তারিক মুছা, সহকারী শিক্ষক ইউনুছ আলী, তৌহিদুল ইসলাম লাড্ডু, ফারুক হোসেন, ছালমা খাতুন, নাসিমা খাতুন, সেলিনা খাতুন প্রমুখ।