দামুড়হুদার হাউলীতে সাংবাদিক আনারুলকে প্রাণনাশের হুমকি
- আপলোড টাইম : ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার হাউলী ইউনিয়ন প্রতিনিধি ও দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আনারুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার সোয়াইব। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে লাল্টুর চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকালই আনারুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, আনারুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি জয়রামপুর দাসপাড়ার একটি টেলিকমে কর্মরত আছেন। বকেয়া টাকা আদায় শেষে ডুগডুগী থেকে ফেরার পথে পানি পান করতে তিনি লাল্টুর চায়ের দোকানে নামলে সোয়াইব অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে সোয়াইক তাকে হুমকি দিয়ে বলেন, ‘তোর গ্রামে গিয়ে তোর হাত-পা কেটে নিয়ে আসব।’
সাংবাদিক আনারুল জানান, সোয়াইব ছাত্রলীগের পরিচয়ে ক্ষমতা দেখিয়ে ভয়ংকর আচরণ করে। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি থানায় জিডি করেছেন আনারুল। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ‘থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’