রামদিয়ায় বিএনপির অফিসে ভাঙচুর ঘটনায় মামলা
সাবেক অধ্যক্ষ মিঠুসহ আসামি ১০ জন
- আপলোড টাইম : ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া এলাকায় বিএনপি অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চুয়াডাঙ্গা কোর্টে মামলা দায়ের হয়েছে। এ মামলায় আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার মিঠুকে প্রধান আসামি এবং আরও ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আলমডাঙ্গার আমলি ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বুধবার মামলাটি দায়ের করা হয়। (মামলা নম্বর সি.আর. ৪০/২৫)। আদালত তদন্তের দায়িত্ব দিয়েছে সিআইডিকে।
এর আগে গত ২৮ ডিসেম্বর রামদিয়া বটতলা নসিমন স্ট্যান্ড সংলগ্ন বিএনপি অফিসে অতর্কিত হামলা চালানো হয়। মামলার বাদী মো. নাসনিম পারভেজ (২৫) অভিযোগ করেন, আসামিরা দেশীয় অস্ত্রসহ অফিসে ঢুকে তাদের হত্যা করার উদ্দেশ্যে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, গোলাম সরোয়ার মিঠুর নেতৃত্বে ১০ জনের একটি দল অস্ত্র হাতে অফিসে ঢুকে তাদের গালাগালি করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। এছাড়া আসামিরা কাঠের বাটাম ও লোহার পাইপ দিয়ে ভাঙচুর চালিয়ে অফিসের আসবাবপত্র এবং দলীয় নথিপত্র পুড়িয়ে দেয়। মামলার বাকি আসামিরা হলেন- গোলাম রসুল (গোলাম মেম্বার), বজলুল আলী, সরোয়ার, রাসেল (চিটু), আওলাদ হোসেন (টাকু), লাল্টু সরদার, লুৎফার আলী, শাকিব আলী ও সনেট (লালু)।
স্থানীয়রা জানান, গোলাম সরোয়ার মিঠু দীর্ঘদিন ধরে সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দারের ছত্রছায়ায় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনার তদন্তে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।