ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
- আপলোড টাইম : ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামে জামায়াত নেতা এনামুল হত্যা মামলার আসামি কওসার আলী ওরফে লস্কর কটাকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর খানার ওসি কবির হোসেন মাতব্বর জানান। নিহত কওসার আলী গ্রামের লুৎফর লস্করের ছেলে। খবর পেয়ে কোটচঁাঁদপুরের গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শেখ হাসিনার সরকারের আমলে কাউসার পুলিশ এবং র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। তার অত্যাচারে এলাকাবাসী ঘরে ঘুমাতে পারতেন না। বিনা কারণে পুলিশ দিয়ে মানুষকে হয়রানি করার অভিযোগও তার বিরুদ্ধে অহরহ ছিল। এ কারণে কোনো মহল ক্ষুদ্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। এছাড়াও নিহত কওসার আলী কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল হত্যা মামলার আসামি। ৫ আগস্টের পর দায়েরকৃত হত্যা মামলায় তাকে আসামি করা হয়।
কাউসারের স্ত্রী ওজোলা খাতুন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি তাদের বাড়িতে ঢোকে। পরে তারা তার স্বামীকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর চাঁদপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। ওজুলা খাতুন জানান, কে বা করা তার স্বামীকে নিয়ে খুন করেছে চিনতে পারেননি। তাদের সকলের মুখ ঢাকা ছিল।
ওজেলা খাতুন বলেন, ‘পরে পরিবারের সদস্যরা টের পেয়ে কাউসারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর গতকাল বিকেলে জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ হয়নি। তিনি জানান, ‘কাউসার আলী ২০১৪ সালে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’