ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহে ইটবাহী ট্রাক্টর যেন মরণ ফাঁদ, পৃথক স্থানে দুর্ঘটনা

সড়কে ঝরল দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার জেলার হরিণাকুণ্ডু উপজেলার হলবাজার ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- হরিণাকুণ্ডু শিশুকলি মডেল হাইস্কুলের শিক্ষার্থী, স্কুলশিক্ষক নজরুল ইসলামের মেয়ে নওরিণ সোয়েবা নোভা (১৫) ও মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের কলেজ শিক্ষক রফিকুল ইসলামের ছেলে নাঈম।
স্থানীয়রা জানান, বেশকিছুদিন ধরে হরিণাকুণ্ডুতে ইটবাহী ট্রাক্টরের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। ট্রাক্টরগুলি দ্রুতগতিতে চলাচল করে এবং বেশিরভাগ ট্রাক্টরের চালকেরা অদক্ষ যাদের কোনো লাইসেন্স নেই। প্রতি বছরই ইটভাটার ইট তৈরির মৌসুমে কারো না কারো মৃত্যুর কারণ হয় এই ট্রাক্টরগুলো। তাদের দাবি, প্রধান সড়কে এই ধরেণের অনিয়ন্ত্রিত গতির ট্রাক্টর চলাচলে বিধি-নিষেধ প্রয়োজন।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান জানান, গতকাল বিকেলে শহরের হলবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল নওরিণ সোয়েবা নোভা। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সে রাস্তার ওপর পড়ে যায়। এসময় ইটবাহী একটি ট্রাক্টর তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই নওরিণ সোয়েবা নোভার মৃত্যু হয়। নিহত নওরিণ সোয়েবা নোভা এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।
এদিকে, মহেশপুরের ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে স্কুলছাত্র নাঈম হোসেন ও তার চাচাতো ভাই সালিম মহেশপুরে যাচ্ছিলেন। তারা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে নাঈম হোসেন ও সালিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা নাজনীন শাম্মি নাঈমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে ইটবাহী ট্রাক্টর যেন মরণ ফাঁদ, পৃথক স্থানে দুর্ঘটনা

সড়কে ঝরল দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপলোড টাইম : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার জেলার হরিণাকুণ্ডু উপজেলার হলবাজার ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- হরিণাকুণ্ডু শিশুকলি মডেল হাইস্কুলের শিক্ষার্থী, স্কুলশিক্ষক নজরুল ইসলামের মেয়ে নওরিণ সোয়েবা নোভা (১৫) ও মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের কলেজ শিক্ষক রফিকুল ইসলামের ছেলে নাঈম।
স্থানীয়রা জানান, বেশকিছুদিন ধরে হরিণাকুণ্ডুতে ইটবাহী ট্রাক্টরের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। ট্রাক্টরগুলি দ্রুতগতিতে চলাচল করে এবং বেশিরভাগ ট্রাক্টরের চালকেরা অদক্ষ যাদের কোনো লাইসেন্স নেই। প্রতি বছরই ইটভাটার ইট তৈরির মৌসুমে কারো না কারো মৃত্যুর কারণ হয় এই ট্রাক্টরগুলো। তাদের দাবি, প্রধান সড়কে এই ধরেণের অনিয়ন্ত্রিত গতির ট্রাক্টর চলাচলে বিধি-নিষেধ প্রয়োজন।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান জানান, গতকাল বিকেলে শহরের হলবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল নওরিণ সোয়েবা নোভা। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সে রাস্তার ওপর পড়ে যায়। এসময় ইটবাহী একটি ট্রাক্টর তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই নওরিণ সোয়েবা নোভার মৃত্যু হয়। নিহত নওরিণ সোয়েবা নোভা এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।
এদিকে, মহেশপুরের ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে স্কুলছাত্র নাঈম হোসেন ও তার চাচাতো ভাই সালিম মহেশপুরে যাচ্ছিলেন। তারা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে নাঈম হোসেন ও সালিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা নাজনীন শাম্মি নাঈমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়।