জীবননগরে ‘শুদ্ধ বানান ও উচ্চারণে ভাষার যত্ন’ বিষয়ক কর্মশালা
- আপলোড টাইম : ১০:৪৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
জীবননগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘শুদ্ধ বানান ও উচ্চারণে ভাষার যত্ন’ বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত কর্মশালায় ষষ্ঠ শ্রেণির ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালা পরিচালনা করেন ব্যাকরণ মল্লিকা গ্রন্থের লেখক ও ফ্রিল্যান্স শিক্ষক রুহুল আমিন মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক মিঠুন মাহমুদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিমা খাতুন, মাহবুব আরা, মুনিয়া আহমেদ, জেসমিন আরা, সুমাইয়া সিদ্দিকা, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোমিন উদ্দিন এবং শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জীবননগর প্রতিনিধি জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আব্দুল জব্বার বলেন, ‘শুভসংঘের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের দেশে প্রতি ৮ কিলোমিটার অন্তর ভাষার পরিবর্তন ঘটে। শুদ্ধ ভাষা চর্চার এ কর্মশালা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর।’ জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন বলেন, ‘বাংলা ভাষার শুদ্ধ চর্চার জন্য এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ভাষাজ্ঞান সমৃদ্ধ করতে সহায়তা করবে।’
সাংবাদিক মুন্সি মাহবুবুর রহমান বলেন, ‘ভাষার শ্রীবৃদ্ধিতে বানান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন গুণী ব্যাকরণবিদের তত্ত্ববাবধানে এমন কর্মশালা শিক্ষার্থীদের অনেক উপকৃত করবে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘আমাদের বিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞ। এ কর্মশালা শিক্ষার্থীদের ভবিষ্যতে কাজে আসবে।’
কর্মশালায় অংশ নেওয়া ছাত্রী উম্মে মারিয়াম জানায়, ‘আমরা অনেক কিছু শিখেছি। জটিল বানান এবং উচ্চারণের রীতি আয়ত্ত করতে পেরেছি।’ অনুষ্ঠানের সঞ্চালক জহিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের শুদ্ধ ভাষা চর্চার অভ্যাস গড়ে তোলার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ আমাদের সুশিক্ষার পথে এগিয়ে নিয়ে যাবে।’ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও স্কেল বিতরণ করা হয়।