চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক দুজনের জেল-জরিমানা
- আপলোড টাইম : ১০:৩৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ বুফ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত ওদুদের ছেলে শিপন (৩৫) ও শহরতলীর দৌলতদিয়াড় চুনুরি পাড়ার মৃত মতলেবের ছেলে তোতা মিয়া (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজুমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বিকেল চারটার দিকে শহরতলীর দৌলতদিয়াড়ে মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় দৌলতদিয়াড় চুনুরি পাড়া থেকে ২ অ্যাম্পুল ভারতীয় বুফ্রেনরফাইন ইনজেকশনসহ তোতা মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক তোতা মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে বিকেল সাড়ে চারটার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে শিপনকে আটক করা হয়। আটক শিপনের দেহে তল্লাশি চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় বুফ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
আটক শিপনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড একই সাথে ১ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম আশিস মোমতাজ। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।