চুয়াডাঙ্গা সদরের ষোলকোনা খাল পুনঃখনন কাজের উদ্বোধন
১০ কিলোমিটার খাল পুনরুদ্ধারে কার্যক্রম শুরু
- আপলোড টাইম : ০৯:২১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
‘যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের ষোলকোনা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উদ্যোগে ৭+৩ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের এ কার্যক্রম শুরু হয়। চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি’র সহকারী প্রকৌশলী শাহজালাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন পাহলোয়ান ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক নাজমুল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রানা আহমেদ, যুবদল নেতা আবু আসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমদাদুল হক মজনু এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজ ফারাজি, সহসভাপতি জমির উদ্দিন পিণ্টু ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সানোয়ার হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।