ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ করেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়। তারা সরকারি ভি জে স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ বালক বিদ্যালয়, আদর্শ মহিলা মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ এবং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে লিফলেট বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গেও তারা মতবিনিময় করেন।

লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম উদ্দিন মভিন বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রতিশ্রুতি স্পষ্ট করা প্রয়োজন। আমরা এ দাবিতে ৭ দফা দাবি পেশ করেছি।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখপাত্র তামান্না খাতুন বলেন, ‘সরকার উদ্যোগ নিলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি। বৃহস্পতিবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।’ এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আনজুম হাবিবা, মাহবুব ইসলাম আকাশ, মুশফিক, সুমন, মাহিম, রাফিসহ আরও অনেকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি

আপলোড টাইম : ০৯:১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ করেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়। তারা সরকারি ভি জে স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ বালক বিদ্যালয়, আদর্শ মহিলা মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ এবং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে লিফলেট বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গেও তারা মতবিনিময় করেন।

লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম উদ্দিন মভিন বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রতিশ্রুতি স্পষ্ট করা প্রয়োজন। আমরা এ দাবিতে ৭ দফা দাবি পেশ করেছি।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখপাত্র তামান্না খাতুন বলেন, ‘সরকার উদ্যোগ নিলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি। বৃহস্পতিবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।’ এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আনজুম হাবিবা, মাহবুব ইসলাম আকাশ, মুশফিক, সুমন, মাহিম, রাফিসহ আরও অনেকে।