চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উদ্যাপনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
থাকছে বিভিন্ন খেলাধুলা, পিঠা উৎসব, বিজ্ঞান মেলাসহ নানা কর্মসূচি
- আপলোড টাইম : ০৯:০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গণকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা (পিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার তরুণ শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের নিয়ে জমকালো আয়োজনে বিভিন্ন খেলাধুলা, পিঠা উৎসব, বিজ্ঞান মেলা এবং নানা ধরনের কর্মসূচি চলবে। এই আয়োজনে সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।’
বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বলেন, ‘সুস্থ ধারার খেলাধুলা তরুণ-তরুণীদের নেতৃত্বদানের দক্ষতা বৃদ্ধি করে। সেই নেতৃত্ব দিয়ে তারা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে এই উৎসবের মধ্যদিয়ে দক্ষ নেতৃত্ব প্রস্ফুটিত হবে বলে আমি আশাবাদী।’
উদ্বোধনী খেলায় আলমডাঙ্গা উপজেলার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ৪-০ গোলে জীবননগর উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালিকা দলকে পরাজিত করে শুভসূচনা করে। গতকাল দিনব্যাপী বালক-বালিকাদের চারটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ একই মাঠে বালক-বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ এবং ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক ইসলাম রকিব।