আন্দুলবাড়ীয় ও মেহেরপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
- আপলোড টাইম : ০৯:০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ও মেহেরপুর সদরে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংক আন্দুলবাড়ীয়া বাজার উপ-শাখার উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় শাখার কার্যালয়ে এ আয়োজন করা হয়। ২০২৪-২০২৫ শীত মৌসুমে ব্যাংকের মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক আন্দুলবাড়ীয়া বাজার উপ-শাখার ইনচার্জ মোতালেব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার নাইম হাসান রাকিব। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যাংকের অফিস সহকারীরা। এতে ৪০ জন দরিত্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মোতালেব হোসেন বলেন, ‘আইএফআইসি ব্যাংক সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারবে বলে আমরা আশা করি।’ স্থানীয় জনগণ এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আইএফআইসি ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।
এদিকে, তারেক রহমানের দিকনির্দেশনায় মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত’ শ্লোগানে গতকাল বুধবার সকাল ৯টায় মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্টেডিয়ামপাড়ায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান। প্রবীণ বিএনপি নেত জুাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু ও সাবেক ছাত্রদল নেতা প্রোভিসি সৌরভ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানি, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাড. নজরুল ইসলাম ও সদস্যসচিব মনিরুল ইসলাম মনি।