আলমডাঙ্গাড জামায়াতের পক্ষ থেকে সরকারি অফিসে দাওয়াতি কার্যক্রম
- আপলোড টাইম : ১১:৩০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের পক্ষ থেকে সরকারি অফিসসমূহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি কেন্দ্রীয় জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের পক্ষ থেকে সরকারি অফিসসমূহে এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, কৃষি অফিস, নির্বাচন অফিসসহ অন্যান্য সরকারি অফিসসমূহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়।
এই দাওয়াতি কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মামুন রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. আখতারুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা আইবিডব্লিউএফ সভাপতি মো. বেলাল হোসেন প্রমুখ।