জীবননগর ও মহেশপুরের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল, মদ ও গাঁজা উদ্ধার
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশি আটক
- আপলোড টাইম : ১১:২৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা, বেনীপুর, পলিয়ানপুর এবং বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের যাওয়ার সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া শ্রীনাথপুর, নিমতলা, যাদবপুর, মেদিনীপুর ও জীবননগর পৌর এলাকা থেকে ১৮৫ বোতল ফেনসিডিল, ৯৯ বোতল মদ ও গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা আকন্দবাড়ীয়া গ্রামের মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পারগোপালপুর গ্রামের মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বেলা একটার দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেদিনীপুর গ্রামের আম বাগানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা, বেনীপুর, পলিয়ানপুর এবং বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৬ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জীবননগর মুক্তিযুদ্ধ ভবনের পিছনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৯৪৭ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া গত সোমবার রাত ৭টার দিকে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা তেলটুপি ঈদগাহ সংলগ্ন পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে মো. রায়হান খান (২০) নামেক এক যুবককে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।