দর্শনায় পেটে বাছুরসহ গাভী জবাই করায় মাংশ বিক্রির চেষ্টা
ভ্রাম্যমাণ আদালতে কসাইকে জরিমানা
- আপলোড টাইম : ১১:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার পিলখানায় পেটে বাছুরসহ একটি গাভী জবাই করায় নাসির উদ্দিন নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পিলখানায় গাভীটি জবাই করেন তিনি। এ ঘটনা স্থানীয় পিলখানা পরিদর্শক মোমিনুল ইসলামের নজরে আসে। বিষয়টি তিনি দ্রুত দর্শনা পৌর প্রশাসক কে এইচ এম তাসফিকুর রহমান, পৌর প্রকৌশলী সাজেদুল আলম এবং পৌর কর্মকর্তাদের জানান। পরে পৌর প্রশাসকের নির্দেশে নাসির উদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়।
বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে কে.এইচ.এম তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জবাই করা গাভীর মাংস এবং মৃত বাছুরটি মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।
পৌর প্রশাসক কে.এইচ.এম তাসফিকুর রহমান জানান, দর্শনা পৌরসভার পিলখানায় প্রাণিসম্পদ কর্মকর্তার অনুমোদন ছাড়া কোনো গবাদিপশু জবাই করা যাবে না। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, পিলখানায় প্রায়ই এমন গরু জবাইয়ের ঘটনা ঘটে। মৃত বাছুরগুলো রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, যা কুকুর টেনে-হিঁচড়ে খায়।