শিরোনাম:
চুয়াডাঙ্গায় তিনটি মসজিদ থেকে নগদ টাকাসহ ব্যাটারি-আইপিএস চুরি
প্রতিবেদক, হিজলগাড়ী:
- আপলোড টাইম : ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ী জামে মসজিদের লকার ভেঙে গত সোমবার বেলা ১১টার দিকে ৬৭ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সময়ে পার্শ্ববর্তী দর্শনা থানাধীন নেহালপুর পশ্চিমপাড়ার দুটি মসজিদ থেকে ব্যাটারি ও আইপিএস চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে চুরি আতঙ্ক বিরাজ করছে। একইসাথে মসজিদে চুরির ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, বিভিন্ন সময় মানুষের দান করা টাকা মসজিদের লকারে জমা রাখা হতো। গত সোমবার বেলা ১১টার দিকে চোরচক্র লকারের তালা ভেঙে টাকাগুলো চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ট্যাগ :