ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগরে ফুল চাষিদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

গদখালী নয়, জীবননগরে মাঠেই লোকজন ফুলের জন্য আসবে

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১১:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

জীবননগরে ফুল চাষিদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহম্মদ জহিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুলের কথা বললেই মানুষের মুখে মুখে উঠে আসে যশোরের গদখালীর কথা। জীবননগরে যে ফুল চাষ হচ্ছে, এগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে না হয়ে যদি এক সাথে চাষ হতো, তাহলে এখানেও গদখালীর চেয়ে কম হত না। যেভাবে ফুলের চাষ বৃদ্ধি পাচ্ছে, একদিন সবাই জীবননগরের মাঠেই ফুলের জন্য আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ রায়, জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মো. আরিফ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল হোসেন, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ও যুবদল নেতা সুমন হোসেন। অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কৃষক রশিদুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে ফুল চাষিদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

গদখালী নয়, জীবননগরে মাঠেই লোকজন ফুলের জন্য আসবে

আপলোড টাইম : ১১:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জীবননগরে ফুল চাষিদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহম্মদ জহিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুলের কথা বললেই মানুষের মুখে মুখে উঠে আসে যশোরের গদখালীর কথা। জীবননগরে যে ফুল চাষ হচ্ছে, এগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে না হয়ে যদি এক সাথে চাষ হতো, তাহলে এখানেও গদখালীর চেয়ে কম হত না। যেভাবে ফুলের চাষ বৃদ্ধি পাচ্ছে, একদিন সবাই জীবননগরের মাঠেই ফুলের জন্য আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ রায়, জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মো. আরিফ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল হোসেন, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ও যুবদল নেতা সুমন হোসেন। অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কৃষক রশিদুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।