মেহেরপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রামীণ পুরোনো খেলাধুলার উদ্বোধন
- আপলোড টাইম : ১১:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলভার সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিষদের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কর্মসূচির আওতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। অতিরিক্ত জেলা প্রশাসন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক, রনি আলম নুর।