মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নে বিএনপির জনসভা
- আপলোড টাইম : ১১:০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহসভাপতি এম এ কে খাইরুল বাশার, জেলা বিএনপির জেলা বিএনপি সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সহসভাপতি মীর ফারুক, মেহেরপুর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।