ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদায় কৃষকের এক বিঘা পেঁপে গাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১১:০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে এক বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভুক্তভোগী আব্দুর রহমান দামুড়হুদা মডেল থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, গোবিন্দপুর গ্রামের রেজাউলের ছেলে আব্দুর রহমান এক বিঘা জমিতে পেঁপে চাষ করেছিলেন। কয়েকবার পেঁপে বিক্রিও করেছেন। গত সোমবার বাগানে পরিচর্যার পর বাড়ি ফিরে যান। পরদিন সকালে বাগানে গিয়ে দেখেন, জমির সব গাছ কে বা কারা কেটে ফেলেছে। এ ঘটনায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুর রহমান বলেন, ‘কৃষি কাজের খরচ কেবল কৃষকরাই বোঝেন। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বাগান করেছি। সুষ্ঠু বিচার চাই।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় কৃষকের এক বিঘা পেঁপে গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপলোড টাইম : ১১:০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে এক বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভুক্তভোগী আব্দুর রহমান দামুড়হুদা মডেল থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, গোবিন্দপুর গ্রামের রেজাউলের ছেলে আব্দুর রহমান এক বিঘা জমিতে পেঁপে চাষ করেছিলেন। কয়েকবার পেঁপে বিক্রিও করেছেন। গত সোমবার বাগানে পরিচর্যার পর বাড়ি ফিরে যান। পরদিন সকালে বাগানে গিয়ে দেখেন, জমির সব গাছ কে বা কারা কেটে ফেলেছে। এ ঘটনায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুর রহমান বলেন, ‘কৃষি কাজের খরচ কেবল কৃষকরাই বোঝেন। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বাগান করেছি। সুষ্ঠু বিচার চাই।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’