ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মুজিবনগর সীমান্তে চোরাচালানের সময় ভারতীয় নাগরিক আটক

আড়াই কোটি টাকার ১৮টি সোনার বার জব্দ

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে ১৮টি সোনার বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নুর হোসেন ভারতের নদীয়া জেলায় চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

এর আগে এদিন সকালের দিকে বিজিবির একটি দল মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর বিওপির এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮টি সোনার বারসহ নুর হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক ওজন ২ কেজি ১৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, ভারতীয় সীমান্ত পিলার ১০৪/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুজিবনগর মাঠের পাশে বাগানের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে নুর হোসেন ভারতের অভ্যন্তরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সাথে প্যান্টের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেট থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করা হয়। নুর হোসেনকে মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে বলে জানান বিজিবি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মুজিবনগর সীমান্তে চোরাচালানের সময় ভারতীয় নাগরিক আটক

আড়াই কোটি টাকার ১৮টি সোনার বার জব্দ

আপলোড টাইম : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মেহেরপুরের মুজিবনগরে ১৮টি সোনার বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নুর হোসেন ভারতের নদীয়া জেলায় চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

এর আগে এদিন সকালের দিকে বিজিবির একটি দল মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর বিওপির এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮টি সোনার বারসহ নুর হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক ওজন ২ কেজি ১৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, ভারতীয় সীমান্ত পিলার ১০৪/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুজিবনগর মাঠের পাশে বাগানের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে নুর হোসেন ভারতের অভ্যন্তরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সাথে প্যান্টের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেট থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করা হয়। নুর হোসেনকে মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে বলে জানান বিজিবি।