চুয়াডাঙ্গায় প্রয়াত আইনজীবী মকবুল হোসেনের স্মরণে কোর্ট রেফারেন্স ও শোক সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতি সদস্য মরহুম অ্যাড. মকবুল হোসেনের স্মরণে জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট রেফারেন্স ও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কোর্ট রেফারেন্স এবং দুপুর ১২টায় শোক সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে জেলা ও দায়রা জজ আকবর আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্ট রেফারেন্সে আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন কোর্ট রেফারেন্সের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। এরপর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী সঞ্চালনায় মরহুম মকবুল হোসেনের বর্ণাঢ্য জীবনবৃত্তান্ত তুলে ধরেন জেলা আনইজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। কোর্ট রেফারেন্সে মরহুম মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন জেলা ও দায়রা জজ।
এসময় জেলা জজশীপ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারক, পিপি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌশলী আব্দুল খালেক, স্পেশাল পিপি এমএম শাহজাহান মুকুলসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। কোর্ট রেফারেন্সে দোয়া পরিচালনা করেন বারের সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন।
এরপর দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোকসভা সঞ্চালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী। শোকসভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আকসিজুল ইসলাম রতন।
শোকসভায় মরহুম মকবুল হোসেনের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন মোসলেম উদ্দিন, আশরাফ আলী, এসএম রফিউর রহমান, সেলিম উদ্দিন খান, মোল্লা আব্দুর রশিদ, এস এম আসাদুজ্জামান গনি সালাম, আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম, আকরাম হোসেন, বজলুর রহমান, এম এম শাহজাহান মুকুল, শহিদুল হক (২), আকসিজুল ইসলাম রতন, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মইন উদ্দিন, রফিকুল আলম রাণ্টু, আব্দুল খালেক-জিপি, ইউনুস আলী, তালিম হোসেন, আসাদুজ্জামান আসাদ, মনিবুল হাসান পলাশ, আবু তালেব বিশ^াস, রুবিনা পারভীন রুমা ও মরহুমের ছেলে তাওফিন আহমেদ আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, অ্যাড. মকবুল হোসেন (৭৯) গত রোববার দিবাগত রাতে শহরের মালোপাড়ায় নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ১৯৭২ সালে চুয়াডাঙ্গা বারে যোগদান করেন।