জীবননগর ইসলামী ব্যাংকের প্রীতি মিলনী ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জীবননগর শাখার অধীন ১১টি এজেন্ট আউটলেটের স্বত্ত্বাধিকারী ও কর্মকর্তাদের প্রীতি মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার আক্কাছ লেকভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক জীবননগর শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান খন্দকার মোহা. আবু জাফর।
এসময় এজেন্ট আউটলেটের স্বত্ত্বাধিকারীদের পক্ষ থেকে বক্তব্য দেন হাসাদাহ এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্ত্বাধিকারী এস এম মাহবুবুর রহমান। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার হারুন অর রশিদ।
অনুষ্ঠানে ২০২৪ সালে বেস্ট পারফরমারদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সর্বোচ্চ আমানত সংগ্রহে প্রথম স্থান অর্জন করে সামন্তা বাজার আউটলেট, ২য় সর্বোচ্চ আমানত সংগ্রহকারী হাসাদাহ বাজার আউটলেট। সর্বোচ্চ অ্যাকাউন্ট ওপেনিংয়ে প্রথম আন্দুলবাড়িয়া বাজার আউটলেট ও রেমিটেন্স আহরণে প্রথম ঘুগরি বাজার আউটলেট। এছাড়া এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তাদের হাতে বেস্ট এমপ্লয়ির পুরস্কার তুলে দেয়া হয়।