ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শীতবস্ত্র বিতরণ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৪৫টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ের সামনে দরিদ্র শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের শুরুতে মাতৃভূমি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনগাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরসহ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকবাল আতাহার তাজ, সহসভাপতি ও সাবেক সভাপতি সরদার আলী হোসেন এই শুভেচ্ছা জানান। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন, আব্দুল মোমিন টিপু, অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, গোলাম কবীর মুকুল, কাজল মাহমুদ, হোসেন মোহাম্মাদ ফারুক, হুমায়ুন কবীর, গুরু কাজল মল্লিক, হারুন-অর রশিদ, মিম্মা সুলতানা মিতা, পারভীন লাইলা, লতিফা রহমান বনলতাসহ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ।

এদিকে, আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা থেকে আগত ইনগাইট গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে ২০টি, মেহেরপুর জেলার বারাদি গ্রামে ২৫টি, আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে ৬০টি এবং আলমডাঙ্গা শহরে ২০টি কম্বল বিতরণ করা হবে। চুয়াডাঙ্গায় অসহায় ও দুস্থ দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণে মাতৃভূমি গ্রুপকে সম্পৃক্ত করাসহ কার্যক্রমে সমন্বয় করার জন্য চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য লেখক গবেষক বিক্রয়বন্ধু ও সুস্বাস্থ্য চর্চা অনুশীলনকারী রাজিব আহমেদকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি থেকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠন চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনের সদস্যসহ অন্যান্যদের অনুদানের অর্থে কেনা শীত নিবারণের জন্য কম্বল, চাদরসহ নানা ধরনের পোশাক গত ৯ ও ১০ জানুয়ারি সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত অসহায় শীতগ্রস্ত মানুষের মাঝে প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শীতবস্ত্র বিতরণ

আপলোড টাইম : ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৪৫টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ের সামনে দরিদ্র শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের শুরুতে মাতৃভূমি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনগাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরসহ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকবাল আতাহার তাজ, সহসভাপতি ও সাবেক সভাপতি সরদার আলী হোসেন এই শুভেচ্ছা জানান। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন, আব্দুল মোমিন টিপু, অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, গোলাম কবীর মুকুল, কাজল মাহমুদ, হোসেন মোহাম্মাদ ফারুক, হুমায়ুন কবীর, গুরু কাজল মল্লিক, হারুন-অর রশিদ, মিম্মা সুলতানা মিতা, পারভীন লাইলা, লতিফা রহমান বনলতাসহ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ।

এদিকে, আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা থেকে আগত ইনগাইট গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে ২০টি, মেহেরপুর জেলার বারাদি গ্রামে ২৫টি, আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে ৬০টি এবং আলমডাঙ্গা শহরে ২০টি কম্বল বিতরণ করা হবে। চুয়াডাঙ্গায় অসহায় ও দুস্থ দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণে মাতৃভূমি গ্রুপকে সম্পৃক্ত করাসহ কার্যক্রমে সমন্বয় করার জন্য চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য লেখক গবেষক বিক্রয়বন্ধু ও সুস্বাস্থ্য চর্চা অনুশীলনকারী রাজিব আহমেদকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি থেকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠন চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনের সদস্যসহ অন্যান্যদের অনুদানের অর্থে কেনা শীত নিবারণের জন্য কম্বল, চাদরসহ নানা ধরনের পোশাক গত ৯ ও ১০ জানুয়ারি সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত অসহায় শীতগ্রস্ত মানুষের মাঝে প্রদান করা হয়।