চুয়াডাঙ্গায় পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির মহল্লা কমিটি গঠন
সভাপতি জহুরুল ও সম্পাদক আসলাম
- আপলোড টাইম : ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি পুরাতন মসজিদপাড়া-পীরপাড়া মহল্লা কমিটি গঠন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় হাজরাহাটিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌর বিএনপি নেতা সিদ্দিকুর রহমান রাঙ্গার সভাপতিত্বে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করতে হবে। দলীয় ঐক্য ও শক্তির মাধ্যমেই আমারে অধিকারের আন্দোলন সফল করা সম্ভব। তৃণমূল পর্যায়ের প্রতিটি কর্মী দলের মেরুদণ্ড। আমরা যদি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার বন্ধন দৃঢ় রাখতে পারি, তবে আগামী দিনে যেকোনো সংগ্রাম ও আন্দোলনে সফল হব। নতুন গঠিত মহল্লা কমিটি সেই লক্ষ্যে কাজ করবে। আমরা এই কমিটির মাধ্যমে তৃণমূলের সমস্যা সমাধান এবং জনগণের পাশে দাঁড়ানোর কার্যকরি পদক্ষেপ গ্রহণ করব। জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সহসভাপতি ইনতাজ আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ জোয়ার্দার স্বপন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজম আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবদুল সাত্তার।
কর্মী সম্মেলনের শেষে সকলের মতামতের ভিত্তিতে হাজরাহাটি পুরাতন মসজিদপাড়া-পীরপাড়া মহল্লা কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন জহুরুল ইসলাম মন্ডল (সভাপতি), শাহীন কবির মিট্টু (সিনিয়র সহসভাপতি), আসলাম উদ্দিন (সাধারণ সম্পাদক), আব্দুর রশিদ মন্ডল (যুগ্ম সম্পাদক), এবং মানোয়ার বিশ্বাস (সাংগঠনিক সম্পাদক)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় কাজকে তৃণমূল পর্যায়ে গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।