চুয়াডাঙ্গায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে
জেলার বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল-শোডাউন
- আপলোড টাইম : ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে আসছেন কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম রহমান। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে জামায়েতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শোভাযাত্রা, প্রস্তুতি সভা, পথসভা ও মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। গতকাল বেলা ২টায় সদর উপজেলার বদরগঞ্জ দশমাইল বাজার ও সরোজগঞ্জ বাজার থেকে শোভাযাত্রা বের হয়ে মিলিত হয়। এর নেতৃত্ব দেন সদর থানার জামায়াতের আমির বিল্লাল হোসাইন।
এতে অংশ নেন সদর থানা জামায়াতের নায়েবে আমির আব্দুল কাদের মল্লিক, আব্দুল জব্বার, থানা সেক্রেটারি গোলাম রসূলসহ স্থানীয় নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি বদরগঞ্জ দশমাইল বাজার থেকে চুয়াডাঙ্গা শহরের ভালাইপুর মোড় হয়ে পিটিআই, মোমিনপুর, পদ্মবিলা ইউনিয়ন ঘুরে সরোজগঞ্জ হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
সদর থানা আমির বিল্লাল হোসাইন বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা যা আশা করেছিলাম মোটরসাইকেল শোডাউনে তার উপস্থিতর সংখ্যাটি আরও বেশি হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।’ শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মাওলানা খবির উদ্দিন, আসমান আলী, আব্দুল মমিন, মহাসিন আলী, বজলুর রহমান, আসাদুল হক, কুতুবপুর ইউনিয়নের সেক্রেটারি মহররম মুন্সি, তারিফুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
এদিকে, সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পৃথক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা তিনটায় গড়াইটুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শোডাউনটি শুরু হয়ে সড়াবাড়ীয়া বাজারে গিয়ে শেষ হয়। এতে দেড় শতাধিক মোটরসাইকেল এবং তিন শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে শোডাউনটি জমজমাট হয়ে ওঠে।
শোভাযাত্রায় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, ‘দীর্ঘ সময় ধরে নানা সমস্যার কারণে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিনি। তবে আগামী দিনে আমরা জনগণের সেবায় কাজ করব। ডা. শফিকুর রহমানের আগমন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমির রেজাউল করিম, জেলা কৃষি কল্যাণ সেক্রেটারি আবুল কালাম, সুরা সদস্য খায়রুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ ইউনূস আলী, সাধারণ সম্পাদক মশিউর রহমান, বাইতুল মাল সেক্রেটারি আমিরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। নেতারা শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে কর্মী সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।