ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

কাস্টমস কর্মকর্তার শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন আজ

৫০ লাখ টাকার ঘুষ চেয়ে মালিককে মারধরের অভিযোগ, বন্ধ বঙ্গ পাইপ কারখানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান কর্তৃক ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে চুয়াডাঙ্গার ব্যবসায়ী মহল ক্ষোভে ফুঁসে উঠেছে। অভিযোগ রয়েছে, ঘুষ দিতে না পারায় বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী সেলিম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গার বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু জানিয়েছেন, এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি, এবং সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি একযোগে অংশ নিচ্ছে। জরুরি পণ্য যেমন ওষুধ, মাছ-মাংস ও কাঁচামালের দোকান মানববন্ধনের আওতামুক্ত থাকবে।
জানা গেছে, গত ৬ জানুয়ারি অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ ১২ সদস্যের প্রিভেনটিভ দল বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজে অভিযান চালান। তল্লাশির নামে মালিক সেলিম আহমেদের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। দাবি পূরণে অস্বীকৃতি জানালে তাঁকে গালাগালি করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অফিসের কাগজপত্র তছনছ করা হয়।
এই ঘটনায় অপমানিত হয়ে মালিকপক্ষ ৯ জানুয়ারি থেকে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। এতে ২৪ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ১০০ জন কর্মকর্তা-কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল ৫০০টি পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বন্ধের দিনই ৯ জানুয়ারি শ্রমিক-কর্মচারীরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পরে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি ২০১৮-২০২২ অর্থবছরে উৎপাদন পর্যায়ে জেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে স্বীকৃত। কিন্তু দীর্ঘদিন ধরে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেনটিভ দল অনৈতিকভাবে হয়রানি করছে। ৯ জানুয়ারি আন্দোলনরত শ্রমিকরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সেই হুঁশিয়ারি অনুযায়ী আজ এক ঘণ্টা দোকান ও প্রতিষ্ঠান বন্ধ রেখে আজ মানববন্ধন করবেন ব্যবসায়ীরা।
বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী সেলিম আহমেদ জানান, অভিযুক্ত কর্মকর্তারা প্রথমেই ঘুষ দাবি করেন এবং ৩০ লাখের নিচে মীমাংসা সম্ভব নয় বলে জানান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালাগালি করে অফিস থেকে বের করে দেন এবং প্রতিষ্ঠানের ক্ষতি করেন। এদিকে, ব্যবসায়ী ও কাজ হারানো বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা দাবি করেছেন, অভিযুক্ত কর্মকর্তাদের দ্রুত শাস্তি দিতে হবে এবং বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ পুনরায় চালুর ব্যবস্থা নিতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কাস্টমস কর্মকর্তার শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন আজ

৫০ লাখ টাকার ঘুষ চেয়ে মালিককে মারধরের অভিযোগ, বন্ধ বঙ্গ পাইপ কারখানা

আপলোড টাইম : ১০:৪৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান কর্তৃক ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে চুয়াডাঙ্গার ব্যবসায়ী মহল ক্ষোভে ফুঁসে উঠেছে। অভিযোগ রয়েছে, ঘুষ দিতে না পারায় বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী সেলিম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গার বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু জানিয়েছেন, এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি, এবং সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি একযোগে অংশ নিচ্ছে। জরুরি পণ্য যেমন ওষুধ, মাছ-মাংস ও কাঁচামালের দোকান মানববন্ধনের আওতামুক্ত থাকবে।
জানা গেছে, গত ৬ জানুয়ারি অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ ১২ সদস্যের প্রিভেনটিভ দল বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজে অভিযান চালান। তল্লাশির নামে মালিক সেলিম আহমেদের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। দাবি পূরণে অস্বীকৃতি জানালে তাঁকে গালাগালি করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অফিসের কাগজপত্র তছনছ করা হয়।
এই ঘটনায় অপমানিত হয়ে মালিকপক্ষ ৯ জানুয়ারি থেকে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। এতে ২৪ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ১০০ জন কর্মকর্তা-কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল ৫০০টি পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বন্ধের দিনই ৯ জানুয়ারি শ্রমিক-কর্মচারীরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পরে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি ২০১৮-২০২২ অর্থবছরে উৎপাদন পর্যায়ে জেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে স্বীকৃত। কিন্তু দীর্ঘদিন ধরে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেনটিভ দল অনৈতিকভাবে হয়রানি করছে। ৯ জানুয়ারি আন্দোলনরত শ্রমিকরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সেই হুঁশিয়ারি অনুযায়ী আজ এক ঘণ্টা দোকান ও প্রতিষ্ঠান বন্ধ রেখে আজ মানববন্ধন করবেন ব্যবসায়ীরা।
বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী সেলিম আহমেদ জানান, অভিযুক্ত কর্মকর্তারা প্রথমেই ঘুষ দাবি করেন এবং ৩০ লাখের নিচে মীমাংসা সম্ভব নয় বলে জানান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালাগালি করে অফিস থেকে বের করে দেন এবং প্রতিষ্ঠানের ক্ষতি করেন। এদিকে, ব্যবসায়ী ও কাজ হারানো বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা দাবি করেছেন, অভিযুক্ত কর্মকর্তাদের দ্রুত শাস্তি দিতে হবে এবং বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ পুনরায় চালুর ব্যবস্থা নিতে হবে।