ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

কার্পাসডাঙ্গা ও মেহেরপুরে তারুণ্যের উৎসব উদ্যাপন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৬:১৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশ বদলের লক্ষ্যে দামুড়হুদার কার্পাসডাঙ্গা এবং মেহেরপুরের বাড়িবাঁকায় পৃথক স্থানে আয়োজন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। গতকাল সোমবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে শুরু হওয়া এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’।
কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শারমিন আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএ রেজাউল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সহসভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. মতিন খসরু, বিএনপি নেতা আ. গনি, থানা যুবদল সদস্য কবির, তরিকুল ইসলাম, সিফাত, আল-আমিন বিশ্বাস (প্রদীপ), প্যানেল চেয়ারম্যান সাজিবার রহমান, ইউপি সদস্য মনিরুজ্জামান মণ্টু, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, সালাম, আ. রাজ্জাক, বিল্লাল হোসেন, আনেহার খাতুন, দেলোয়ারা খাতুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমান, হিসাবরক্ষক মতিয়ার রহমান, উদ্যোক্তা হারুন, হীরা, ওমেদুল প্রমুখ।

এদিকে, মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে ‘তারুণ্যের মেলা ২০২৫’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে আয়োজিত মেলার মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ও প্রাচীন সাংস্কৃতিক উপকরণের প্রদর্শনী। গতকাল সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজ উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী। এসময় তিনি শিক্ষার্থীদের তৈরি প্রদর্শনী দেখে। প্রধান অতিথি বিভিন্ন প্রদর্শনীর প্রশংসা করে বলেন, ‘এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি আগ্রহী করবে।’ এসময় উপস্থিত ছিলেন বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কার্পাসডাঙ্গা ও মেহেরপুরে তারুণ্যের উৎসব উদ্যাপন

আপলোড টাইম : ০৬:১৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশ বদলের লক্ষ্যে দামুড়হুদার কার্পাসডাঙ্গা এবং মেহেরপুরের বাড়িবাঁকায় পৃথক স্থানে আয়োজন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। গতকাল সোমবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে শুরু হওয়া এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’।
কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শারমিন আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএ রেজাউল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সহসভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. মতিন খসরু, বিএনপি নেতা আ. গনি, থানা যুবদল সদস্য কবির, তরিকুল ইসলাম, সিফাত, আল-আমিন বিশ্বাস (প্রদীপ), প্যানেল চেয়ারম্যান সাজিবার রহমান, ইউপি সদস্য মনিরুজ্জামান মণ্টু, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, সালাম, আ. রাজ্জাক, বিল্লাল হোসেন, আনেহার খাতুন, দেলোয়ারা খাতুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমান, হিসাবরক্ষক মতিয়ার রহমান, উদ্যোক্তা হারুন, হীরা, ওমেদুল প্রমুখ।

এদিকে, মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে ‘তারুণ্যের মেলা ২০২৫’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে আয়োজিত মেলার মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ও প্রাচীন সাংস্কৃতিক উপকরণের প্রদর্শনী। গতকাল সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজ উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী। এসময় তিনি শিক্ষার্থীদের তৈরি প্রদর্শনী দেখে। প্রধান অতিথি বিভিন্ন প্রদর্শনীর প্রশংসা করে বলেন, ‘এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি আগ্রহী করবে।’ এসময় উপস্থিত ছিলেন বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ।