চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলন ঘিরে নেতা-কর্মীরা সরব
জেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, মিছিল ও প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৬:২১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে
আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে আসছেন কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ উপলক্ষে গতকাল সোমবার চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শোভাযাত্রা, প্রস্তুতি সভা, পথসভা ও মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি আমিরুল ইসলাম, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন ও আরিফুল ইসলাম। শোভাযাত্রাটি টাউন ফুটবল মাঠ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক, আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল, ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা অর্থ সম্পাদক মোতালেব হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি পারভেজ আলম, সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
এদিকে, কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এবং জেলা কর্মী সমাবেশ সফল করতে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়। পরে ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রাফিজ মাস্টার। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা আমির মাওলানা মো. রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মাহাবুব হাসান, যুব বিভাগের সভাপতি মো. শাহিনুল ইসলামসহ আরও অনেকে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব খাদিমপুর ইউনিয়ন শাখার আমির মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পাঁচকমলাপুর জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন। তিনি বলেন, ‘আগামী ১৭ জানুয়ারির কর্মী সম্মেলনে খাদিমপুর ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শহরের নিকটবর্তী হওয়ায় সর্বোচ্চ জনশক্তি হাজির করতে হবে।’ প্রধান অতিথি তার বক্তব্যে প্রতি ওয়ার্ডের জনশক্তির কোটা, যানবাহন ভাড়া, অর্থ সংগ্রহসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
খাদিমপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান, ডা. হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, ওমর ফারুক, মসজিদের খতিব সাহেব, যুবায়ের আহমেদসহ সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, কর্মী, সমর্থক, শুভাকাক্সক্ষী এবং সাধারণ মুসল্লিগণ।
এছাড়াও কালিদাসপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মোটরসাইকেল র্যালি ও পথসভা করা হয়েছে। গতকাল বেলা তিনটায় এর আয়োজন করা হয়। কালিদাসপুর ইউনিয়ন শাখার আমির আসাদুল হকের সভাপতত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও উপজেলা অফিস সম্পাদক মো. রফিকুল ইসলাম। মোটরসাইকেল র্যালিটি কালিদাসপুর পুরাতন সাদা ব্রিজ মোড় থেকে শুরু করে ইউনিয়নের সকল ওয়ার্ড প্রদক্ষিণ করে। পরে উপজেলার আয়োজনে কালিদাসপুর ইউনিয়ন শাখা, বেলগাছি ইউনিয়ন শাখা ও আলমডাঙ্গা পৌর যুব শাখার উদ্যোগে পৌর শাখার সকল ওয়ার্ড প্রদক্ষিণের পর শেষ হয়।