চুয়াডাঙ্গা জেলার আর্থ-সামাজিক উন্নয়নে জেলা নাগরিক পরিষদের আত্মপ্রকাশ
তৌহিদ হোসেন আহ্বায়ক ও অধ্যাপক শেখ সেলিম সদস্যসচিব
- আপলোড টাইম : ০৬:১৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলার আর্থ-সামাজিক উন্নয়নে অরাজনৈতিক সংগঠন হিসেবে জেলা নাগরিক পরিষদ আত্মপ্রকাশ করেছে। উন্নয়ন বঞ্চিত জেলার হারানো ঐতিহ্য সংরক্ষণ, বৈষম্যমূলক উন্নয়ন কাঠামো বিলোপ, জনচাহিদার প্রেক্ষিতে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতির নিয়মতান্ত্রিক উন্নয়ন তথা বিদ্যমান সকল সমস্যার সমাধান কল্পে নাগরিক সেবার মুক্ত ধারণাকে লালন করে স্থানীয়ভাবে একটি জবাবদিহিমূলক স্থানীয় শাসন কাঠামো ও জনআকাঙ্খা ভিত্তিক চুয়াডাঙ্গা গড়ায় এই পরিষদের মূল লক্ষ্য। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের শুভতারা ভবনে বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ হোসেনের সভাপতিত্বে এই সংগঠন গঠন কল্পে একটি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিতিদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরদার আলী হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবু হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, বিশিষ্ট আইনজীবী অ্যাড. বজলুর রহমান, অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, বিশিষ্ট্য সমাজকর্মী লিটু বিশ্বাস, কবি রিগ্যান এসকান্দার, সমাজকর্মী ও শিক্ষক মিলন বিশ্বাস, অধ্যাপক শেখ সেলিম প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ হোসেনকে আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবু হোসেন ও বিশিষ্ট আইনজীবী অ্যাড. বজলুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক শেখ সেলিমকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরদার আলী হোসেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, বিশিষ্ট আইনজীবী অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, বিশিষ্ট সমাজকর্মী লিটু বিশ্বাস, শফিকুর রহমান, কণ্ঠশিল্পী শহিদুল হক বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক শিক্ষক আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সমাজকর্মী আবুল কাশেম, নাজিমুদ্দিন, চুয়াডাঙ্গা পলিটেকনিকের সাবেক শিক্ষক মিলন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মো. সেলিম, মুক্তিযোদ্ধ মুরাদ আলী, সমাজকর্মী লাভলু রহমান, নজরুল ইসলাম, সুষ্মিতা, আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সালাউদ্দীন চান্নু, তারুণ্যের কবি রিগ্যান এসকান্দার, তরুণ সাংবাদিক ও অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী।