ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরে ৪৬তম প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রতিবেদক: মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৬:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১৯টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান এবং মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন। পিআইও সাইদুর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন এবং বিআরডিবির কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ। মেলাটি তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে ৪৬তম প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

আপলোড টাইম : ০৬:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১৯টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান এবং মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন। পিআইও সাইদুর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন এবং বিআরডিবির কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ। মেলাটি তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।