শিরোনাম:
কার্পাসডাঙ্গায় থেকে দিনে-দুপুরে মোটরসাইকেল চুরি
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
- আপলোড টাইম : ০৬:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দামুড়হুদার কোমরপুর ঈদগাহ মাঠের রাস্তা থেকে দিনে-দুপুরে একটি অ্যাপাসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এই চুরির ঘটনাটি ঘটে। জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের ব্রিজ মোড় পাড়ার আব্দুল্লাহর ছেলে মাজেদুল হক মোটরসাইকেলটি রাস্তার ওপর রেখে নিজের জমি থেকে কাচা মরিচ তুলতে গিয়েছিলেন। তিনি এসে দেখেন মোটরসাইকেলটি আর নেই। মাজেদুল ইসলাম বলেন, অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ বিষয়ে মাজেদুল দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
ট্যাগ :