কার্পাসডাঙ্গা ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক
- আপলোড টাইম : ০৬:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অসহায় গরির শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিএ রেজাউল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সহসভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. মতিন খসরু, বিএনপি নেতা আ. গনি, থানা যুবদলের সদস্য কবির হোসেন, তরিকুল ইসলাম, সিফাত, আলামিন বিশ্বাস (প্রদীপ), প্যানেল চেয়ারম্যান সাজিবার রহমান, আলমগীর হোসেন, ইউপি সদস্য মনিরুজ্জামান মণ্টু, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, আ. সালাম, আ. রাজ্জাক, বিল্লাল হোসেন, আনেহার খাতুন, দেলোয়ারা খাতুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমান, হিসাবরক্ষক মতিয়ার রহমান, উদ্যোক্তা হারুন, হীরা, ওমেদুল প্রমুখ।