জীবননগর মনোহরপুরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
- আপলোড টাইম : ০৬:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
জীবননগরে শেখ রজব আলী শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় স্কুলের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ রজব আলী ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম মণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ টাকা বৃত্তি হিসেবে বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আব্দুর জব্বার, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক ও শেখ রজব আলী ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক এস এম হাসিবুল হকের মাতা হাসিনা খাতুন হক। আরও উপস্থিত ছিলেন শেখ রজব আলী কল্যাণ ট্রাস্টের সহসভাপতি এস এম আসাবুল হক, সহসভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক এস এম বাশারুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজামুল হক।
এসময় বক্তারা বলেন, এই বৃত্তি প্রদান শুধুমাত্র শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা নয় বরং তাদের অনুপ্রেরণা, সাহস ও উৎসাহ প্রদান। ভবিষ্যতে তারা দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশুনায় গভীর মনোনিবেশ করে নিজের পরিবারের, সমাজের ও সর্বোপরি দেশের ভাগ্য উন্নয়নে কাজ করবে। শিক্ষিত জনগোষ্ঠীই দেশের প্রধান চালিকা শক্তি। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার এবং তাদের এই মেধাকে দেশের কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।