ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের হাটগোপালপুরে ২৬টি দোকানে দুঃসাহসিক চুরি

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৬:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাজারের চারটি মার্কেটের ২৬টি দোকানের তালা ও সার্টার ভেঙে মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে। গত রোববার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে তারা জানিয়েছেন।
গতকাল সোমবার সকালে ব্যবসায়ীরা বাজারে এসে দোকান তছনছের বিষয়টি জানতে পারেন। বাজারের ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউ মার্কেট, রাজমনি সুপার মার্কেট ও গাফফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোরেরা প্রতিটি দোকানের সার্টার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে। তিনি দ্রুত এই চোরচক্র শনাক্ত করে তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।
মিমি ফার্মেসির স্বত্ত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, তার দোকান থেকে ব্যবসার নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। বাজার কমিটির অবহেলা আর গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন। এর আগেও একাধিকবার হাটগোপালপুর বাজারে চুরি হয়েছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গতকাল সোমবার দুপুরে জানান, সিসিটিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহের হাটগোপালপুরে ২৬টি দোকানে দুঃসাহসিক চুরি

আপলোড টাইম : ০৬:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাজারের চারটি মার্কেটের ২৬টি দোকানের তালা ও সার্টার ভেঙে মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে। গত রোববার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে তারা জানিয়েছেন।
গতকাল সোমবার সকালে ব্যবসায়ীরা বাজারে এসে দোকান তছনছের বিষয়টি জানতে পারেন। বাজারের ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউ মার্কেট, রাজমনি সুপার মার্কেট ও গাফফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোরেরা প্রতিটি দোকানের সার্টার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে। তিনি দ্রুত এই চোরচক্র শনাক্ত করে তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।
মিমি ফার্মেসির স্বত্ত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, তার দোকান থেকে ব্যবসার নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। বাজার কমিটির অবহেলা আর গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন। এর আগেও একাধিকবার হাটগোপালপুর বাজারে চুরি হয়েছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গতকাল সোমবার দুপুরে জানান, সিসিটিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।