তিতুদহ ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নাজমিন আরা সভাপতি ও হাসিনা সম্পাদক
- আপলোড টাইম : ০৬:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় তিতুদহ ইউনিয়ন পরিষদের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দর্শনা থানা মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার প্রতিরোধে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জনগণ মুক্তির স্বাদ পেয়েছে। দীর্ঘ ১৬ বছর বিএনপির নেতা-কর্মীরা হামলা, মামলা, জেল-জুলুম, গুম ও হত্যার শিকার হয়েও মুক্তির আন্দোলন থেকে কখনো পিছপা হয়নি। স্বৈরাচার সরকারের পতনের মধ্যদিয়ে এই মুক্তির পেয়েছে দেশবাসী।’
তিনি বলেন, ‘সময় এসেছে সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ার। এখন থেকে ভেদাভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আগামী দিনের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন ও সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন জোয়ার্দ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক ও তিতুদহ ইউনিয়নের ইউপি সদস্য রিপন লস্কর, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সিনিয়র সহসভাপতি হাজী খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক খালেক মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ মাস্টার, দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি ইখলাচুর রহমান, তিতুদহ ইউনিয়ন ওলামা দলের সভাপতি শুকুর আলী ওরফে টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডালিম মিয়া, দর্শনা থানা যুবদল নেতা ও ইউপি সদস্য কামাল হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে নাজমিন আরাকে সভাপতি, মাসুরা বেগমকে সিনিয়র সহসভাপতি, হাসিনা খাতুনকে সাধারণ সম্পাদক, শিউলী খাতুনকে যুগ্ম সম্পাদক এবং ফাতেমা খাতুনকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম টোটন।