আলমডাঙ্গায় জামায়াতের মাসিক সাংগঠনিক সভা
- আপলোড টাইম : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে আল-আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল। সভায় বিভিন্ন ইউনিয়নের রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে শাখার মান আরও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি। এর জন্য ব্যক্তিগত যোগাযোগ করার নির্দেশনা দেওয় হয়।
তিনি আরও বলেন, যে পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামী দাওয়াত এখনও পৌঁছায়নি, সেখানে দাওয়াতি ইউনিটের কাজ বৃদ্ধির মাধ্যমে সংগঠন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। আগামী ১৭ জানুয়ারি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকল ধরনের গাড়ি-যানবাহন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য অনুরোধ করেন।
সভা উপস্থাপনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মামুন রেজা। এসময় সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন শাখার সকল দায়িত্বশীল উপস্থিত ছিলেন।