আলমডাঙ্গায় শিক্ষক আনোয়ার রশিদ সগরের জন্মদিন পালিত
- আপলোড টাইম : ১১:১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার হারদী মীর শামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লেখক আনোয়ার রশিদ সগরের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। প্রধান আলোচক ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লবের যুগ্ম সাধারণ সম্পাদক বসিরুল আলম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, গাঙচিল সাহিত্য পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আশরাফুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, সহ-সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক বিপ্লব হোসেন প্রমুখ।