মাগুরায় সড়ক দুর্ঘটনায় দামুড়হুদার রোমানের মৃত্যু
- আপলোড টাইম : ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দামুড়হুদার যুবক রোমান আলীর (২৭) অকাল মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা ঝাটকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোমান আলী মাগুরার আরএফএল কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে মাগুরা থেকে ঝাটকার মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে ঢাকাগামী একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। পরিবহনের চাকায় পিষ্ট হয়ে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা রোমানের মরদেহ বাড়িতে নিয়ে আসে। তার অকাল মৃত্যুর খবরে পরিবারের ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোমানের চাচা মজিবর রহমান জানান, ‘আমার ভাইয়ের ছেলে রোমান আলী মাগুরায় আরএফএল কোম্পানিতে চাকরি করত। তার মৃত্যুর খবর পেয়ে আমরা মাগুরা থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছি। আমাদের কারো প্রতি কোনো অভিযোগ না থানায় পুলিশ ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়। তিনি আরোও জানান, আজ সোমবার সকালে জানাজার শেষে গ্রাম্য কবরস্থানে রোমানের লাশের দাফন কার্য সম্পন্ন হবে।